• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত ২ 


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৬:০০ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার চকরঘুনাথ গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন (৪৫) এবং পূর্ব মাতাপুর গ্রামের বাবু মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (২০)।    

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে সাব্বির হোসেন (২০) তার ছোট বোন সুমাইয়াকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুলে ভর্তি করাতে যান। পরে মা, বোন ও বোনের বান্ধবী সিনথিয়াকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড় এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের সামনের অংশ ভেঙে আলাদা হয়ে সড়কে পড়ে যায়।

তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন এবং সাব্বির হোসেন নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর থেকে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী ভ্যান আরোহী সিনথিয়া বলেন, “বাড়ি ফেরার পথে ভ্যানের সামনের অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশাগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” 

Link copied!